মালদা

রাস্তায় আলু ফেলে পথ অবরোধ করে আলু চাষিরা

মালদা জেলায় এবছর আলু চাষে সবুজ বিপ্লব।প্রচুর আলু উৎপন্ন হয়েছে।কিন্তু বাজারে আলুর দাম নেই।রাখার জন্য হিমঘরে উপযুক্ত বন্ডও পাচ্ছেন না তারা।তাই বৃহস্পতিবার পুরাতন মালদার আটমাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে আলু ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আলু চাষিরা।এদিন তারা জাতীয় পতাকা হাতে নিয়েও বিভিন্ন ব্যানার হাতে নিয়ে পথে দাড়িয়ে বিক্ষোভ করে।এই পথ অবরোধের ফলে ৩৪ নম্বর জাতীয় সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়।চাষিদের দাবি তারা এবছর যে হারে আলু উৎপন্ন করেছে তা হিমঘরে রাখার জন্য উপযুক্ত পরিমানে বন্ড পাচ্ছেনা।২ থেকে ৫ শতাংশ বন্ড পাচ্ছে।বাজারে আলুর দামও নেই।তাই সরকার যেন সহায়ক মূল্যে আলু কেনে এবং অন্য রাজ্যে রপ্তানি করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মালদা থানার IC তরুণ ভট্টাচার্য তার অনুরোধে অবরোধ তুলে নেয় তারা এবং যান চলাচল স্বাভাবিক হয়।